লৌহজংয়ের কলমায় সেতু হেলে পড়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১০ অক্টোবর, ২০২৫, ০২:১১ পিএম | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০২:১১ পিএম
লৌহজংয়ের কলমায় সেতু হেলে পড়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের দাশপাড়া সেতুটির গোড়া থেকে মাটি সরে গিয়ে হেলে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এই সতুটি ছিল চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষের সড়কপথে যাতায়াতের একমাত্র মাধ্যম। গত সেপ্টেম্বরের শুরুর দিকে সেতুটির গোড়া থেকে মাটি সরে যেতে থাকে। এর  ১৫ দিন পর মাটি ধসে গিয়ে সেতুটি পশ্চিম পাশে হেলে পড়ে। স্থানীয়দের অভিযোগ করে বলেন, যদি সংযোগ সড়কের মাটি সরে যাওয়ার খবর জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনকে সময়মতো জানাতো তাহলে সেতুটি ধসে পড়ে ভোগান্তিতে পড়তে হতো না এই এলাকার জনসাধারণের। 

দাশপাড়ার সেতুটি লৌহজং উপজেলার দক্ষিণ কলমা গ্রামে অবস্থিত। সেতুটি হেলে পড়ায় কলমা ইউনিয়নের বিধুয়াইল, পাঁচনখোলা, দাশপাড়া, পূর্ব কলমা গ্রামের মানুষ বিপাকে পড়েছেন। কলমা-পাঠানবাড়ী খালের ওপর নির্মিত এই সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় কয়েক শত মানুষকে হাটবাজারে যেতে হয়। সেতুটি হেলে যাওয়ার কারণে হাটবাজার, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচলে সমস্যায় পড়েন। এর আগে এ সেতু দিয়ে রিকশা, ভ্যান, ইজিবাইক, গিকআপসহ ছোট যানবাহন চলাচল করতো।। এখন যানবাহন চলাচলতো দুরের কথা জনসাধরনের চলাচলের ব্যাবস্থাই বন্ধ হয়ে গেছে।

এ অবস্থায় কয়েকদিন আগে সেতুটির উত্তর পাশে একটি সাঁকো তৈরি করা হয়েছে। এটি দিয়ে শুধু পায়ে হেঁটে যাতায়াত করা যায়। কোন মালামাল বহন জরে নিয়ে যাওয়া কষ্ট সাধ্য হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদের বরাদ্দে সোমবার সাঁকোর নির্মাণকাজ করা হয়েছে বলে জানা গেছে।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের দাশপাড়ার সেতুর পশ্চিম পাশের গোড়ার মাটি সেপ্টেম্বরের শুরুতে ধীরে ধীরে সরে যেতে থাকে। ইউনিয়ন পরিষদ থেকে মাটি সরে যাওয়া স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলেও কাজ হয়নি। মাসের মাঝামাঝিতে সেতুর ৬০ ফুট অংশ দক্ষিণ দিকে হেলে পড়ে। এতে বিপাকে পড়েন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, সেতু হেলে পড়ার সময় সেতুর পশ্চিম পাশে থাকা বিদ্যুতের খুঁটিও হেলে যায়। পরে ঝুঁকিতে থাকা সেই খুঁটি বিদ্যুৎ বিভাগ দ্রুত সরিয়ে নেয়।

স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালে উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কলমা-পাঠানবাড়ী খালের ওপর ১০ ফুট প্রশস্ত ও ৮০ ফুট দীর্ঘ দাশপাড়া সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় ১৪ লাখ টাকা। সম্প্রতি ধীরে ধীরে সেতু পশ্চিম পাশের গোড়ার মাটি সরে যেতে থাকলে এবং তাতে গুরুত্ব দিয়ে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় সেতুটি হেলে পড়েছে বলে স্থানীয়রা মনে করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দাশপাড়ার পূর্ব পাশে দক্ষিণ বিধুয়াইল জামে মসজিদের নির্মাণকাজ চলছে। হেলে পড়া সেতু দিয়ে শ্রমিকরা ঝুঁকি নিয়ে ইট, বালু, সুরকি, সিমেন্ট, রডের বস্তা মাথায় করে পার হচ্ছেন। ষাটোর্ধ্ব এক বৃদ্ধ বলেন, সেতুটি হেলে যাওয়ার কারণে হাটবাচার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস আনা-নেওয়ায় খুবই সমস্যা হচ্ছে।

কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান হিরণ দোকানদার জানান, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে পরিষদের অর্থায়নে হেলে পড়া সেতুর উত্তর পাশে সাঁকো তৈরি করা হয়েছে। নতুন সেতু তৈরির জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। 

লৌহজং উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম জানান, সেতুটি যেভাবে হেলে পড়েছে, সেটি আর সংস্কার করার সুযোগ নেই। এটি ভেঙে নতুন সেতু তৈরী করতে হবে।

লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হেলে পড়া সেতুটি অপসারণ করে সেখানে নতুন করে সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। বর্ষা শেষে পানি নেমে গেলে এই সেতুটি অপসারণ করে সেখানে নতুন সেতু তৈরি করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে