পাকা বসতঘরের কেঁচিগেটের তালা ও দরজা ভেঙ্গে বসতঘরের প্রবেশ করে সবাইকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেকারী ব্যবসায়ীর গৃহে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। খবরপেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে। রবিবার দুপুরে ওই গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে মনির তালুকদার বলেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে কেঁচিগেটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল। এসময় দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। আমি ডাকচিৎকার দেওয়ার চেষ্টা করলে আমাকে পিটিয়ে আহত করা হয়। তিনি আরও বলেন, ডাকাতরা বসতঘর থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতি নয় বলে প্রতিয়মান হচ্ছে। তারপরেও পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।