কিশোরগঞ্জের নিকলী উপজেলা টি একটি হাওর অধ্যুষিত উপজেলা। সেই উপজেলার সদর ইউনিয়ন সহ ৬ টি ইউনিয়ন নিয়ে এই উপজেলাটি গঠিত। এখানে প্রায় ২ লক্ষ লোকের বসবাস। এর মধ্যে ৩ টি ইউনিয়নে ১২ মাসের মধ্যে ৯ মাসই পানি থাকে। এই উপজেলার সদরে সরকারি ডিগ্রি কলেজের কাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এমএস মিরন এন্টারপ্রাইজ ৯ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে ৫তলা ভবনের কাজ করছেন। টিকাদার প্রতিষ্ঠান ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীগণ সংবাদ কর্মীদের বলেন, এই জেলায় বিভিন্ন উপজেলার শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যতগুলো বিল্ডিং এর কাজ হচ্ছে সবগুলোই গুণগতমান ভালো হচ্ছে বলে উল্লেখ করে। তারা বলেন, নিকলী উপজেলা সদর সরকারি ডিগ্রি কলেজের কাজ ২০২৫ইং ডিসেম্বর এর আগেই কাজ সমাপ্ত হবে বলে তারা ধারণা করছেন।