ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে ৮ বিঘা ধান ক্ষেত নষ্ট

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৫:৫৯ পিএম
ভূরুঙ্গামারীতে ট্রাক্টর দিয়ে ৮ বিঘা ধান ক্ষেত নষ্ট
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের কারণে প্রকাশ্য দিবালোকে ট্রাক্টর দিয়ে চাষ করে প্রায় ৮ বিঘা রোপাধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে আব্দুল মান্নান বাদী হয়ে ২৫ ব্যক্তিকে বিবাদী করে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে। জানাগেছে, ঐ গ্রামের আব্দুল মান্নান গং ও মুক্তিযোদ্ধা আবু ইব্রাহীম মাস্টারের মধ্যে দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে মামলা চলে আসছে। এরা পরস্পর আত্মীয়। জানাগেছে,গত মঙ্গলবার বিবাদীয় জমির একটি মাস কলাই ক্ষেত গরু দিয়ে নষ্ট করলে আব্দুল মান্নান থানায় মামলা করার জন্য আসেন। থানার একজন এসআই মান্নানকে সাথে নিয়ে স্থানীয় সাবেক একজন বিএনপি নেতার সাথে বাজারে সাক্ষাৎ করে এবং আগামী ১৫ অক্টোবর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেবেন বলে জানান। বিএনপি নেতা ও থানা পুলিশের আশ্বাসে মান্নান মামলা না করে বাড়ি চলে যায়। গত ৮ অক্টোবর প্রকাশ্য দিবালোকে সকাল ৮টার দিকে প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা আবু ইব্রাহীম মাস্টার গং ট্রাক্টর চালিয়ে প্রায় ৮ বিঘা রোপাধান নষ্ট করে ফেলে । এ ব্যাপারে মান্নান ঐদিনই অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরের দিন ৯ অক্টোবর রাতে মামলা দায়ের করে। এখন পর্যন্ত আসামী গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি আতংকে রয়েছে। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, শালিসের ব্যাপারে তিনি অবগত ছিলেন না। তিনি বলেন ইতিপূর্বে উভয় পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত ১৪৪ ধারা জারি করে ছিলো। পুলিশ ১৫৪ ধারায় নোটিশ প্রদান করে উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছিলো। শুধু তাই নয়, ৯/৮/২৫ তারিখে মান্নান পক্ষের বিরুদ্ধে হালচাষ করে রোপা লাগানোর অভিযোগ করে আবু ইব্রাহীম মাস্টার পক্ষ ভূমি অপরাধ ও প্রতিকার আইনে একটি মামলা করেছে যা ভূরুঙ্গামারী থানায় তদন্তাধীন রয়েছে। এলাকাবাসীর অভিযোগ ভূরুঙ্গামারীতে একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠেছে। এই চক্রটি বিবাদমান গ্রুপের মধ্যে শালিসী বৈঠকের নামে বিভিন্ন উপায়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। শুধু তাইনয়, কোন পক্ষ এই চক্রটির কথা না শুনলে মামলা দায়েরে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আপনার জেলার সংবাদ পড়তে