বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিনন্দ শাখার অফিস উদ্বোধন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) :
| আপডেট: ১১ অক্টোবর, ২০২৫, ০২:২০ পিএম | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০২:২০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিনন্দ শাখার অফিস উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিনন্দ ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার রাতে আলোচনা সভার আয়োজন করে ইউনিয়ন জামায়াত। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কিশোরগঞ্জ সদর উপজেলার সংগ্রামী আমির মাওলানা নজরুল ইসলাম,  শহর শাখার  আমির মাওলানা আব্দুল হক। বক্তব্য রাখেন  মহিনন্দ ইউনিয়নের কৃতি সন্তান জামায়াতের সদর উপজেলার নায়েবে আমীর মোঃ নুরুদ্দিন,সদর উপজেলা মজলিসুল মুফাসসেরিন এর সভাপতি মাও আব্দুল জলিল। এতে সভাপতিত্ব করেন মহিনন্দ ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বাশার। সভা সঞ্চালনায় ছিলেন মহিনন্দ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আতিকুর রহমান গাজী। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের জেলার  দপ্তর সম্পাদক নেয়ামত উল্লাহ ও মহিনন্দ ইউনিয় শাখার সভাপতি আতিকুল ইসলাম ইমনসহ ইউনিয়নের ওয়ার্ডের সভাপতি সম্পাদক  ও  নেতৃবৃন্দ। পরে আনুষ্ঠানিকভাবে মহিনন্দ ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিগণ। জামায়াতের সদর উপজেলার নায়েবে আমীর মহিনন্দ ইউনিয়নের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুদ্দিন জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মহিনন্দ ইউনিয়নের প্রকাশ্য কোনো অফিস ছিলো না। আমরা এই প্রথম অফিস উদ্বোধন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। 

আপনার জেলার সংবাদ পড়তে