শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৭ এএম
শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।।  জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়াপাম্প এলাকায় ওই যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে অটোরিকশা চালক লোকমান হোসেন (৩৬), মাইশা আক্তার মিম (২৬), কামরুজ্জামান বাবু (২৩), মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) ও রিনা রানী (৪৫)।  দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। নিহতদের মরদেহ শেরপুর সদর থানায় নিয়ে এসে সুরতহাল শেষে শেরপুর সদর হসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতি কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহগুলো  উদ্ধার করে থানায় পাঠিয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে