চন্দনাইশে এডিবি এবং এএফডি' র প্রকল্প বাস্তবায়নে নগর সমন্বয় কমিটি ( টিএলসিসি)র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর হলরুমে পৌর প্রশাসক রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মিশন লিডার মি : যতু, কো: মিশন লিডার মিস আইভি, প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ, পৌর প্রকৌশল বিশ্বজিৎ,, সহকারী প্রকৌ: রাজীব মজুমদারসহ বিভিন্ন পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নগর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।