পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ০৪:৩৭ পিএম
পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর আসন ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী মডেল মসজিদের হলরুমে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গাইবান্ধা-৩ আসন (পলাশবাড়ী-সাদুল্লাপুর) উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম।

পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও নির্বাচন পরিচালনা পরিচালক আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক দিনাজপুর জেলা আমীর আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা জেলা আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম এবং জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

বৈঠকে গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারী মাও. জহুরুল হক, সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমীর এরশাদুল হক ইমন, সেক্রেটারী সিরাজুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারী সাখাওয়াত হোসেনসহ উপজেলার ২০টি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ-সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে জামায়াত এমন একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। বিচারব্যবস্থা হবে স্বাধীন ও নিরপেক্ষ এবং রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহভীতি ও জবাবদিহিতার ভিত্তিতে।

আপনার জেলার সংবাদ পড়তে