ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫০ এএম
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানীর পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের তিন ইউপি সদস্য। রোববার (২৯ ডিসেম্বর) সকালে ইন্দুরকানী প্রেসক্লাবে উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন আরও দুই ইউপি সদস্য মো. কবির হোসেন ও নাজমুল হোসেন। তারা ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার বিরুদ্ধে  গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ গ্রহণ, নিজের ভাইয়ের নামে আবাসনের জমি অধিগ্রহণ, জি.আর. এর চাল বিক্রি করে অফিসের মালামাল ক্রয়ের নামে টাকা আত্মসাৎ, পানির ট্যাংক বিতরণে অর্থ আদায় ও স্বজনপ্রীতি, সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করা, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতির থেকে নিয়োগ বাণিজ্য করা ও আত্মীয়ের নামে টি.সি.বি. লাইসেন্স নেওয়া এবং ইউপি সদস্যদের না জানিয়ে এডিবি থেকে ১৭,৮৩,৬০০/- টাকা অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেন।  অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহিন হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি ইউনিয়নের সকল ওয়ার্ডে বরাদ্দ সমবণ্টন করি। কিন্তু কিছু ইউপি সদদ্যের অতিরিক্ত চাহিদা থাকায় আর আমি তা দিতে না পারায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আপনার জেলার সংবাদ পড়তে