রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরা বিজ্ঞান ও কারিগরি ভোকেশনাল কলেজ ও মসজিদের রাস্তা বন্ধ করায় পীরগঞ্জ থানায় অভিযোগ দিয়েছে বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রধান। অভিযোগ সুত্রে জানা যায় ২৬ সেপ্টেম্বর হইতে ১১ অক্টোবর কলেজ বন্ধ থাকার সুযোগে ছোট কুয়া গ্রামের মৃত শামছুল সরকারের ছেলে সৌরভ, বজলার রহমান সরকারের ছেলে আশরাফুল সরকারসহ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অনাধিকার ভাবে দলবদ্ধ হয়ে চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের ক্যাম্পাস ও ক্যাম্পাসের মসজিদে যাতায়াতের রাস্তাটি কেটে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। উক্ত ব্যাক্তিদ্বয় তাদের নিজস্ব জমি দাবি করে জোরপূর্বকভাবে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রধান জানান ২০০৪ সালে ছোটকুয়া গ্রামের বজলার রহমান সরকারের নিকট হতে কলেজের নামে তফশীল বর্ণিত জমি ক্রয় করা হয়। যার দলিল নং ২৬৭০। তারিখ ১০-০৩-২০০৪ইং। পরে ক্রয়কৃত জমিতে কলেজের ভবনসহ নির্মাণ করে কলেজের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে সৌরভ গংরা নিজেদের জমি দাবী করে উক্ত যাতায়াতের রাস্তাটি অবরুদ্ধ করে। এতে করে শিক্ষার্থী, শিক্ষক ও মসজিদের মুসল্লীসহ এলাকাবাসী ভোগান্তিতে পড়েছে।