আফগানদের বিপক্ষে লজ্জার হার, সিরিজ হাতছাড়া বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০১:৫১ এএম
আফগানদের বিপক্ষে লজ্জার হার, সিরিজ হাতছাড়া বাংলাদেশের

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাট হাতে বিপর্যয়ের আরেক গল্প লিখল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের করা মাত্র ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ দশমিক ৩ ওভারে অলআউট হয় মেহেদী হাসান মিরাজের দল। হার ৮১ রানের, সিরিজও শেষ এক ম্যাচ হাতে রেখেই চলে গেল আফগানদের দখলে।

মিরাজ টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও বলেছিলেন, এই উইকেটে ২৪০–২৫০ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব। আফগানিস্তান করতে পারল কেবল ১৯০। কিন্তু সেই লক্ষ্যও টাইগারদের জন্য হয়ে গেল অতিক্রমণ অযোগ্য পাহাড়। প্রথম ওভার থেকেই শুরু হয় বিপর্যয়। আজমাতউল্লাহ ওমারজাইয়ের শর্ট বলে প্রথম ওভারেই ক্যাচ তুলে দেন তানজিদ হাসান (০)। এরপর নাজমুল হোসেন শান্ত রান আউট (৭), আর সাইফ হাসান কিছুটা প্রতিরোধ গড়লেও (২২) টিকে থাকতে পারেননি।

একসময় ব্যাটিংয়ের ভরসা হিসেবে যাদের দেখা যেত, সেই তাওহিদ হৃদয় ও অধিনায়ক মিরাজও ব্যর্থ। মিরাজ আউট হন মাত্র ৪ রানে। দলের হাল ধরতে চেষ্টার পরও হৃদয় (২৪) আত্মঘাতী শটে ফিরলে বাংলাদেশ কার্যত হার মেনে নেয়। এরপর নুরুল হাসান সোহান (১৮), তানজিম হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১০৯ রানে গুটিয়ে যায় দল।

আফগান বোলারদের মধ্যে রশিদ খান ছিলেন আগুনঝরা। ৮ দশমিক ৩ ওভারে ১৭ রানে ৫ উইকেট তুলে নিয়ে একাই গুঁড়িয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওমারজাইও নতুন বলে ধ্বংসযজ্ঞে যোগ দেন তিনটি উইকেট নিয়ে।

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের ইনিংসও ছিল টালমাটাল। তানজিম হাসান, মিরাজ ও রিশাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় তারা। কিন্তু ওপেনার ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে ১৪০ বল খেলে ৯৫ রানের অনন্য ইনিংস খেলেন। চার মারেন তিনটি, ছক্কা একটি। আফগানদের ১৯০ রানের অর্ধেকের বেশি আসে তার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, দুটি করে উইকেট পান তানজিম হাসান ও রিশাদ হোসেন। কিন্তু তাদের পরিশ্রম মাটি করে দেয় ব্যাটিং ব্যর্থতা।

এই পরাজয়ে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ। আর আফগানিস্তানের বিপক্ষে এটি টানা তৃতীয় সিরিজ হার। একসময় ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে বিবেচিত বাংলাদেশ এখন হারছে প্রায় নিয়মিতভাবে।

ম্যাচ শেষে হতাশ মিরাজ বলেন, “আমাদের ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। এই উইকেটে ১৯০ রান তাড়া না করতে পারাটা হতাশাজনক।”

আফগানিস্তানের এই জয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন ইব্রাহিম জাদরান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে মঙ্গলবার।


সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৯০ (ইব্রাহিম ৯৫, মিরাজ ৩ উইকেট)

বাংলাদেশ: ১০৯ (রশিদ ৫ উইকেট, ওমারজাই ৩ উইকেট)

ফলাফল: আফগানিস্তান জয়ী ৮১ রানে

সিরিজ: আফগানিস্তান এগিয়ে ২–০

আপনার জেলার সংবাদ পড়তে