আসন্ন সংসদ নির্বাচন ঘিরে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের শঙ্কা

এফএনএস এক্সক্লুসিভ | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৮:১৫ এএম
আসন্ন সংসদ নির্বাচন ঘিরে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের শঙ্কা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের শঙ্কা বাড়ছে। আর অবৈধ অস্ত্র ব্যবহার করে অপরাধ ঘটাতে পারে জামিনে মুক্ত সন্ত্রাসীরা। তাছাড়া জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের সহযোগিতায়ও দেশে নতুন করে সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। তাদের বেশির ভাগ কিশোর ও তরুণ সদস্য। তাদের হাতে অবৈধ রিভলভার, পিস্তলসহ অন্য অস্ত্রও রয়েছে। তাছাড়া ইতিমধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢুকছে। পাচারকারীরা চোরাইপথে পিস্তল, রিভলভার, রাইফেলসহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আনছে। মানবাধিকার সংগঠন এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে গুলিবিদ্ধ হয়ে ১৭০ জন হতাহত হয়েছে। তার মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি মারা গেছে। আর সীমান্ত দিয়ে দেশে আগ্নেয়াস্ত্র প্রবেশ করা দেশে আইন-শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি অবনতির বড় কারণ। মাঝেমধ্যে সীমান্ত এলাকায় কিছু অস্ত্রের চালান ধরা পড়লেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশে ঢুকে পড়ছে বেশির ভাগ অস্ত্র। অবৈধ অস্ত্র উদ্ধারে গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। তবে কিছুদিন পরই অভিযানটি কিছুটা শিথিল হয়ে পড়ে। এখন আবার ওই অভিযান নতুন করে গতি পাচ্ছে।

সূত্র জানায়, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। বরং চলতি বছরের প্রথম ৯ মাসের পরিস্থিতি আরো উদ্বেগজনক আকার ধারণ করেছে। র‌্যাবের অভিযানে চলতি বছরের জানুয়ারি থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত প্রায় ১৩ হাজার ১০০ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তাছাড়া গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত র‌্যাব উদ্ধার করেছে ৪৮৪টি আগ্নেয়াস্ত্র। তার মধ্যে রয়েছে র‌্যাবের লুট হওয়া ১৬৮টি অস্ত্রের ৯০টি এবং পুলিশের লুট হওয়া ২২৮টি আগ্নেয়াস্ত্র। তার বাইরেও ১৬৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গত বছরের ৫ আগস্টের আগে ও পরে দেশের ৬৬৪টি থানার মধ্যে ৪৬০টি থানা ও ১১৪টি ফাঁড়িতেও দুর্বৃত্তরা লুটপাট চালায়। ওই সময় থানা থেকে লুট হওয়া এক হাজার ৩৫০টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি।

সূত্র আরো জানায়, চলতি বছরের প্রথম আট মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের বিভিন্ন সীমান্ত থেকে ৬০টি বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তাছাড়া চার হাজার রাউন্ডের বেশি গুলিসহ শতাধিক হাতবোমা, হ্যান্ডগ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম জব্দ করেছে। বিজিবির পক্ষ থেকে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ প্রতিরোধে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানিয়ে বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে সামপ্রতিক সময়ে কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র আনার চেষ্টা করছে।

এদিকে এ প্রসঙ্গে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সম্প্রতি পুলিশ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে বলেন, ধারণা করা হচ্ছে, লুট হওয়া অস্ত্র পার্বত্যাঞ্চল ও আরসার কাছে চলে গেছে। অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যাদের কাছেই অবৈধ আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।