বাংলাদেশের শিক্ষার্থীরা বিনা মূল্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি প্রো ব্যবহার করতে পারবে। এর ফলে শিক্ষার্থীদের উচ্চতর গবেষণাকে আরও সহজ করে তুলবে। জেমিনি প্রো হলো গুগলের তৈরি এআই মডেলের গুলোর মধ্যে সর্বাধুনিক এবং সবচেয়ে শক্তিশালী। এটি যেমন দ্রুত এবং নির্ভুল তথ্য জানায়, তেমনি এর সহেযাগিতায় জটিল গাণিতিক তথ্য বিশ্লেষণ, মহাকাশ বিজ্ঞানে কঠিন সমীকরণের সমাধান সহজেই করা যায়। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি, প্রতিবেদন, উপস্থাপনাসহ শিক্ষা ও গবেষণার জন্য এই টুলটি খুব কার্যকরি। গুগল জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাবেন। বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের জন্য শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল ই-মেইল ঠিকানা ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপরে জেমিনির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জেমিনি প্রো চালু করতে হবে। শিক্ষার্থীরা প্রাথমিকভাবে এক বছরের জন্য জেমিনি ২.৫ প্রো মডেল, ডিপ রিসার্চ, অডিও ওভারভিউসহ বিভিন্ন টুলসের পাশাপাশি অনলাইনে বিনা মূল্যে ২ টেরাবাইট ধারণক্ষমতা পাবেন। এ ছাড়া ভিও ৩ মডেল ব্যবহার করে যেকোনো ছবিকে ভিডিওতে পরিণত করতে পারবেন। এ সুযোগ পেতে শিক্ষার্থীদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।