শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী মামলার যুক্তিতর্ক আজ, হবে সরাসরি সম্প্রচার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ এএম
শেখ হাসিনাসহ তিনজনের মানবতাবিরোধী মামলার যুক্তিতর্ক আজ, হবে সরাসরি সম্প্রচার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন  হবে আজ রোববার (১২ অক্টোবর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ অনুষ্ঠিত এ যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।

প্রসিকিউশনের পক্ষে প্রথম দিন যুক্তি উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম এইচ তামিম। এরপর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তি তুলে ধরবেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে শুনানি করবেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত বুধবার (৮ অক্টোবর)। এদিন ৫৪তম ও শেষ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তার জবানবন্দিতে তিনি বলেন, গত ১৫ বছরে গুম, খুন, হত্যা ও নির্যাতনের মাধ্যমে বিরোধী পক্ষকে দমন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে শেখ হাসিনার সরকার। তিনি আরও জানান, জুলাই–আগস্টের আন্দোলন চলাকালে ৪১ জেলার ৪৩৮ স্থানে হত্যাকাণ্ড হয়েছে এবং ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়। সরকারি হিসাবে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী তিন লাখ পাঁচ হাজার রাউন্ড গুলি ছোড়ে।

ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের পরিবারসহ বিভিন্ন জেলার স্বজনহারা মানুষ। এছাড়া সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ মোট ৫৪ জন।

মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় গত ১০ জুলাই। এরপর ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হয়। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে