সাংবাদিকের বিরূদ্ধে

ফেসবুকে অপপ্রচারের বিষয়ে সরাইলে আইন-শৃঙ্খলা সভায় উদ্বেগ

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৮ এএম
ফেসবুকে অপপ্রচারের বিষয়ে সরাইলে আইন-শৃঙ্খলা সভায় উদ্বেগ

‘ডেইলি অনলাইন নিউজ’ নামক ফেসবুক আইডিতে দৈনিক মানবজমিন পত্রিকার সরাইল প্রতিনিধি, মহিলা কলেজের প্রভাষক, সাহসী অনুসন্ধানী সাংবাদিক মোহাম্মদ মাহবুব খানের বিরূদ্ধে অপপ্রচারের বিষয়ে আইন-শৃঙ্খলা সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উদ্বেগ প্রকাশ করেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির। তিনি বলেন, সরাইল প্রেসক্লাবের পরপর দুইবারের সাবেক সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী ও মাঠের সাংবাদিক মাহবুব খান। উনার বিরূদ্ধে ‘ডেইলি অনলাইন নিউজ’ নামের একটি ফেসবুক আইডি মিথ্যা মনগড়া বানোয়াট ভিত্তিহীন মানহানিকর তথ্য প্রকাশ করেছে। এই ঘটনায় মাহবুব খান গত ২৫.১২.২৪ তারিখে কিছু প্রমাণসহ সরাইল থানায় একটি জিডি করেছেন। আইন-শৃঙ্খলা সভায় নির্বাহী কর্মকর্তা ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দৃষ্টি আকর্ষণ করে তফছিল বলেন, বিষয়টি গুরূত্ব সহকারে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্ত স্থাপন করার আহবান। এই ঘটনার আইনি ব্যবস্থা দেখে যেন অন্যরা সতর্ক হয়ে যায়। কারণ এখানে একটি মহল সম্মানি লোকজনের মানহানি করতে ফেসবুক আইডিতে মনগড়া ও বানায়াট কথা লিখে প্রচার করছেন দীর্ঘদিন ধরে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, আমরা বিষয়টি খুবই গুরূত্ব সহকারে দেখছি।

আপনার জেলার সংবাদ পড়তে