বিসিসিতে বেতনের দাবিতে বিক্ষোভ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:১৫ এএম
বিসিসিতে বেতনের দাবিতে বিক্ষোভ

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাড়ে আটশ’ শ্রমিকদের ২৬ দিনের বেতনের পরিবর্তে ২২ দিনের বেতন দেওয়ার কারণে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রবিবার দুপুরে সিটি করপোরেশনের গেট আটকে দিয়ে শ্রমিকরা তিনতলায় হিসাব শাখার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধরা তাদের নায্য বেতন না পেলে কর্মবিরতীর ঘোষনা দিয়েছেন। সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম জমাদ্দার বলেন, তারা মাসের ৩০দিন কাজ করেন। রেজুলেশন অনুযায়ী তাদের ২৬ দিনের বেতন দেওয়ার কথা। কিন্তু গত দুই মাসের মধ্যে এক মাস তাদের বেতন দেওয়া হয়েছে। তাও আবার ২২ দিনের। তাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের ফুল বেতন দেওয়ার কথা থাকলেও তাদের তা দেওয়া হয়নি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। দ্রুত তাদের নায্য বেতন না পেলে কর্মবিরতী ঘোষনা করা হবে। এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বাড়ি জানিয়েছেন, পরবর্তী মাসের বেতনের সাথে ওই দুই মাসের বাকি চার দিনের বেতন সংযুক্ত করে দেওয়ার আশ্বাসে শ্রমিকরা কর্মস্থলে ফিরেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW