১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা গতকাল রবিবার বিকেল ৫টার দিকে ঐতিহাসিক বাঁশ মহল প্রাঙ্গনে বক্তব্যে বলেন, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করায় আমাদের মূল লক্ষ্য। আমরা এখনো ফ্যাসিবাদের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তারা গত সাড়ে ১৫ বছরে বিএনপিসহ সমামনা দলগুলোর নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে ৫ তারিখে তাদের পতন হয়েছে। দেশকে এমনভাবে লুটপাট করেছে, যা বর্তমান অর্থনীতির চাকা একবারে নষ্ট করে দিয়ে গেছে। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন দিবে বলে আমরা বিশ্বাস করি। এখনো পর্যন্ত যারা জমি দখল, পুকুর দখল, নদী দখল করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। এসময় বক্তব্য রাখেন জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শাহ আলম, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি ভূইয়া, ফ্রিডম সোহেল, তানভীরুল হক সোহেল, বিএনপি নেতা সোহরাব উদ্দিন, পৌর ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মবিন খান, মনির হোসেন মনির। এর আগে বিকেল ৪টার দিকে তারেক জিয়ার ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য বাজিতপুর বাজারে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট এহসানুল হুদা সহ বিএনপি, যুবদল লিফলেট বিতরণ করেন।