সারা দেশের মতো পাবনার চাটমোহরেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কার্যক্রম। রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী। এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল আলম,ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল জানান,এ টিকাদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায়৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেয়া হবে। তিনি জানান,চাটমোহর উপজেলায় ৮৩ হাজার শিশুকে এই টিকা দেয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ টিকাদান কেন্দ্র ও স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।