কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১২ অক্টোবর, ২০২৫, ০৪:৫৫ পিএম | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৪:৫৫ পিএম
কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় দুই জেলে আটক হয়েছে মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে। আটককৃত জেলেদেরকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা । আটককৃতরা হলেন উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের আমির আলীর ছেলে পলাশ হাওলাদার ( ৪৪) ও একই এলাকার ইয়াসিন হাওলাদার এর ছেলে  আব্দুল আউয়াল(২৮)। শনিবার গভীর রাতে উপজেলার কঁচা নদীর বাদামতলা এলাকা থেকে ৩ হাজার মিটার সুতার জাল সহ ২ জেলেকে আটক করা হয়। আটককৃতদের রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার ভ্রাম্যমান আদালতে উভয় জেলেকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে এবং জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে