শিক্ষকদের আন্দোলনে এনসিপির একাত্মতা

সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ পিএম
সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। রাজধানীতে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রোববার (১২ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুরে অবস্থান কর্মসূচি চলার সময় পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপে কয়েকজন শিক্ষক আহত হন। এরপর তারা শহীদ মিনারে এসে অবস্থান নেন এবং সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। কিন্তু দাবি না মেটানো এবং শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আমরা সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করতে যাচ্ছি।”

এর আগে শিক্ষক নেতারা জানিয়েছিলেন, সোমবারের মধ্যে বাড়িভাড়া ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন না এলে মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে ক্লাস বর্জনের কর্মসূচি শুরু হবে। তবে হামলা ও দমনপীড়নের ঘটনার পর তারা কর্মসূচি একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেন।

এদিকে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে দলের মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা অন্তর্বর্তী সরকারকে মোনাফেক আখ্যা দিয়ে বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। তাদের প্রতি যে নির্দয় আচরণ করা হয়েছে, তার জন্য সরকারকে ক্ষমা চাইতে হবে।”

এনসিপি নেতারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকবে তাদের দল। একইসঙ্গে আন্দোলনকে শান্তিপূর্ণভাবে পরিচালনার আহ্বান জানান তারা।

আপনার জেলার সংবাদ পড়তে