চলতি অক্টোবর মাসের প্রথম ১১ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুসারে, এই সময়ে দেশে এসেছে মোট ৯৮ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি। গড় হিসেবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৮ কোটি ৯৮ লাখ ডলার।
রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৫৭ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৪০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ১১ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। অন্যদিকে, পুরো সেপ্টেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, অক্টোবরের ১১ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯৮ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা হিসেবে)। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার, বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ২৯ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৪০ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, প্রবাসী আয়ের এই ধারা চলতি অর্থবছরেও ইতিবাচক। ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।