সিংড়ার আত্রাই নদীতে বাদাই জাল বন্ধের দাবিতে মানববন্ধন

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ পিএম
সিংড়ার আত্রাই নদীতে বাদাই জাল বন্ধের দাবিতে মানববন্ধন

নাটোরেরর সিংড়ার আত্রাই নদীর কতুয়াবাড়ি এলাকায় বাদাই জাল বন্ধ ও বাড়ি ভাঙ্গন রোধে মানববন্ধন হয়েছে। রোববার সকালে মহেশচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীর পাড়ে এই মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। এসময় আত্রাই নদীতে প্রকৃত মৎস্যজীবিদের মাছ ধরার সুযোগ সৃষ্টির দাবিও জানানো হয়। 

মানববন্ধনে কতুয়াবাড়ি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্যজীবি রিপন আলী, রেজাউল করিম, শাহাদত হোসেন, বাসুদেব সরকার প্রমূখ। 

বক্তারা বলেন, প্রায় এক মাস ধরে আত্রাই নদীর কতুয়াবাড়ি এলাকায় অবাধে শ্যালো মেশিনে বাদাই জালে মাছ শিকারে প্রকৃত মৎস্যজীবিরা মাছ ধরতে পারছে না। এতে মৎস্যজীবি সহ সাধারণ মানুষ না খেয়ে দিনাতিপাত করছেন। তাছাড়া নদীপাড়ের অর্ধশতাধিক বাড়ি নদী ভাঙ্গনের কবলে পড়েছে। এবিষয়ে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোন লাভ হয়নি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, নদীতে কোচাল জাল ব্যবহার কারীদের নিয়ম মেনে মাছ ধরার নির্দেশনা দেয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে তিনি মৎস্য অধিদপ্তরকে নির্দেন দিয়েছিলেন। বিষয়টি তিনি খোজ নিয়ে জানাবেন।

আপনার জেলার সংবাদ পড়তে