লালপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৫, ০৯:০৩ পিএম
লালপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে নাটোরের লালপুর উপজেলায় "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫" এর শুভ উদ্বোধন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১২ অক্টোবর) সকাল ৯ টায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে "টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫" এর শুভ উদ্বোধন করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুনজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ ওয়ালিউজ্জামান পান্না,

লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী,

মেডিকেল টেকনোলজিস্ট (এস আই) আনোয়ার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফাকরুজ্জামান সরকার বুলবুল, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন সহ শিক্ষক-শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ মুনজুর রহমান জানান, লালপুর উপজেলায় স্কুল পর্যায়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর  ৫০ হাজার ৪০১ জন ও কমিউনিটিতে ২৫ হাজার ৩৫৩ জন সহ মোট ৭৫ হাজার ৭৫৪ জন ৯মাস থেকে ১৫ বছরের কম বয়সী  শিশু কিশোরদের টিকা প্রদানের কর্মসূচির  হাতে নেয়া হয়েছে। উদ্বোধনী দিনে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে  শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে।

স্কুল পর্যায়ে ১২ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এবং ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটিতে টিকাদান কর্মসূচি চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে