সিলেটে ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১২ অক্টোবর) কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর চৌহাট্টা শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট-৬ আসনের এমপি পদপ্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, সিলেট-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৫ আসনের প্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, সিলেট-৪ আসনের প্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট-৩ আসনের প্রার্থী মাওলানা লোকমান আহমদ, এবং অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
নেতারা বলেন, ইনক্লুসিভ নির্বাচনের নামে কোনো প্রহসন জাতি মেনে নেবে না। তারা অভিযোগ করেন, সরকার জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ তৈরি করলেও তা আইনি ভিত্তি পায়নি। এ প্রেক্ষিতে জামায়াত দুটি প্রস্তাব দিয়েছে-একটি হলো ‘সংবিধান আদেশ’ জারি এবং দ্বিতীয়ত, নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন।
তারা বলেন, জুলাই বিপ্লব শুধু ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধ নয়, বরং ভবিষ্যতের রাজনীতির দিকনির্দেশনাও দিয়েছে। জনগণ এখন স্বচ্ছতা ও পরিবর্তনের পক্ষে। অতীতের ধারায় নির্বাচন করতে চাইলে জনগণ তা প্রতিহত করবে। নেতারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান এবং বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি।