রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সাক্ষাৎ

এফএনএস অনলাইন | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০২:১৭ এএম
রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সাক্ষাৎ

ইতালির রোমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএড) প্রেসিডেন্ট আলভারো লারিও। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় রোমের একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাতে বাংলাদেশে কৃষি উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি এবং দারিদ্র্য হ্রাসে আইএফএডের চলমান সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই কৃষিক্ষেত্রে টেকসই প্রযুক্তি ব্যবহার ও ক্ষুদ্র কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

অধ্যাপক ইউনূস বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে ইতালিতে অবস্থান করছেন। একই দিন স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকেবুল হক। এর আগে বেলা সাড়ে ১১টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালার উদ্দেশে রওনা দেন।

ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো এফএও-র একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, উদ্যোক্তা, গবেষক ও তরুণ নেতারা টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করেন। ফোরামের মূল অধিবেশনে অধ্যাপক ইউনূস আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

এই সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূসের আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে