দিঘলিয়া উপজেলার সেনহাটি ও দিঘলিয়া ইউনিয়ন নায়েব বাবু স্বপন কুমার বিশ্বাস এবং নবাগত নায়েব মোঃ জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় সেনহাটি ইউনিয়ন ভূমি অফিসে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকরিতে অবসর জনিত কারণে বিদায়ী নায়েব বাবু স্বপন কুমার বিশ্বাস ও নবাগত নায়েব মোঃ জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সৌমিত্র কুমার দত্ত, প্রধান উপদেষ্টা বাবু তারক দাশ, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিলীপ কুমার দাস,দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মাস্টার ভবতোষ বর্মন প্রমূখ।