আগৈলঝাড়া আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
| আপডেট: ১৩ অক্টোবর, ২০২৫, ০১:৫৬ পিএম | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০১:৫৬ পিএম
আগৈলঝাড়া আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। তারই ধারাবাহিকতায় সকাল ১১ আগৈলঝাড়া উপজেলা চত্বর র‌্যালী অনুষ্ঠিত হয়। এপরে উপজেলা  পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জনগণের সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার আহ্বান জানানো  হয়ে থাকে। 

উক্ত সভায় সভাপতিত্বের বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা বলেন, দুর্যোগ মোকাবিলায় কেবল সরকার নয় প্রতিটি নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। ১৯৮৯ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৩ অক্টোবর দিনটি পালিত হয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা খরা-প্রতিটি দুর্যোগ মানবজীবনে গভীর পপ্রাব ফেলে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়ে থাকে।

উপজেলা প্রকল্প বাস্থবয়ন কর্মকর্তা অয়ন সাহা বলেন, পরিবার ও সমাজেরে দুর্যোগ প্রস্তুতি এবং সময়মতো সঠিক পদক্ষেপই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে। তাই আজকের দুর্যোগ প্রশমন দিবস  হোক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত সচেতনতার নতুন অঙ্গীকার।

আপনার জেলার সংবাদ পড়তে