নীলফামারীতে খেলোয়াড়রা পেলেন উপহার সামগ্রী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৪:২০ পিএম
নীলফামারীতে খেলোয়াড়রা পেলেন উপহার সামগ্রী

নীলফামারীতে নবীন খেলোয়ারদের উৎসাহিত  এবং ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে জেলা পরিষদ উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসাবে জেলার  দুই একাডেমির ১৫০ জন ফুটবল খেলোয়ারকে দেয়া হয় স্পোর্টস ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রী। 

১২ অক্টোবর জেলা পরিষদ হলরুমে এর আয়োজন ছিল। নীলফামারী ফুটবল একাডেমি ও ওহাব ফুটবল একাডেমির মোট ১৫০ জন খেলোয়াড়কে মানসম্পন্ন পানির পাত্র, টিফিন বক্স এবং স্পোর্টস ব্যাগ উপহার দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় তিনি বলেন, আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। জেলা প্রশাসন ও জেলা পরিষদ ভবিষ্যতেও শিশু-কিশোরদের সুস্থ বিকাশে এমন উদ্যোগ অব্যাহত রাখবে।

বিশেষ অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিজ্ঞ সরকারি কৌশলী (জিপি) এডভোকেট আবু মো: সোয়েম বলেন,বর্তমানে জেলা প্রশাসন ও জেলা পরিষদের নানা উদ্যোগে নীলফামারীতে ক্রীড়ার জগতে এক নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এটি আমাদের সবার গর্বের বিষয়। আমরা আশা করি, আমাদের তরুণ খেলোয়াড়রা একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নীলফামারীর মুখ উজ্জ্বল করবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।

আপনার জেলার সংবাদ পড়তে