হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৪:২১ পিএম
হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া

কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। 

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে  উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ একেএম শাহজাহান কবির , উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. উজ্জ্বল হোসাইন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হামিম রানা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোফাজ্জল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান ও প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগকালীন বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে