ফুলবাড়ীতে চারণকবি আজিজুল হাকীম মন্ডলের জন্মদিন পালন

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৪:৩৪ পিএম
ফুলবাড়ীতে চারণকবি আজিজুল হাকীম মন্ডলের জন্মদিন পালন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চারণকবি আজিজুল হাকীম মন্ডলের ৬৪ তম জন্মদিন পালন করেছে ফুলবাড়ী সাহিত্য পরিষদ। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর শহীদ লুৎফর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন কবি ও গল্পকার তমসুর হোসেন, ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর উপদেষ্টা ইউসুফ আলী সংগ্রামী, কবি শৈলেন্দ্রনাথ সরকার, কবি সিরাজুল ইসলাম সীমান্ত, ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর সাধারন সম্পাদক নাট্য রচয়িতা লেখক অনিল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ কবি নাজমুল হুদা প্রমুখ। 

সভাপতিত্ব করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদ-এর সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ। আলোচনা সভা শেষে কেককেটে চারণকবি আজিজুল হাকীম মন্ডলের ৬৪ তম জন্মদিন পালন করা হয়। ্এত অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোশারফ হোসেন পেয়ারা, সাংবাদিক হেলাল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে