হোমনায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৫:০৩ পিএম
হোমনায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার হোমনায় মাদকবিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় হোমনা থানার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় ভাই ভাই মৎস্য খামারের সামনে এ অভিযান চালানো হয়। হোমনা থানার এসআই মো. আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলা থেকে হোমনার দিকে আসা একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কারে মাদকদ্রব্য বহনের খবর পায় তারা। এসময় পুলিশ গাড়িটিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জুয়েল (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের মনির মিয়ার ছেলে।

তল্লাশি করে গাড়ির পেছনের বডির ভেতর খাকি স্কচটেপে মোড়ানো ১৮টি প্যাকেটে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেট কারটিও (ঢাকা মেট্রো-গ-১২-৫৮৪১) জব্দ করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, গ্রেপতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে