কালীগঞ্জে বিএনপির সমাবেশ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৫ এএম
কালীগঞ্জে বিএনপির সমাবেশ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার বেলা ৩ টার দিকে উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে জন সমাবেশ অনুষ্ঠিত হয়। জন সমাবেশে প্রধান অতিথী ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সমাবেশে সভাপতিত্ব জামাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মোল্লা। সে সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি,পৌর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান,উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন,পৌর বিএনপি সদস্য মাজহারুল আনোয়ার প্রিন্স,সাবেক ছাত্র নেতা আশরাফুজ্জমানান লাল প্রমুখ। জনসমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন। জনসমাবেশে কালীগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন,আওয়ামীলীগ আমলে আমাদের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। ১৭ বছরের ভয়াবহতা ভুলিনি। তবে কোন দিন হাসিনার রক্ত চক্ষুকে আমরা ভয় পায়নি। সব সময় খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম এখনো আছি।তিনি অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক করে বলেন, কেউ অতি বা জরুরি বিএনপি সাজার চেষ্টা করবেন না। দলে দূর্বত্তের কোন স্থান হবে না। সমাবেশে উপজেলা পৌর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সংগঠনটির কয়েক হাজার নেতা কর্মী অংশ নেয়।

আপনার জেলার সংবাদ পড়তে