হবিগঞ্জের মাধবপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ২শ পরিবারের মধ্যে ৪শ টি ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসের ব্যবস্থাপনায় সুফল ভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাসেম ছাগল বিতরণ করেন।এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃমিঠুন সরকার, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিনের রনি, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, যুগ্ম সম্পাদক আলমগীর কবির সহ সংশ্রালিষ্টরা উপস্থিত ছিলেন।