চাটমোহরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:৩২ পিএম
চাটমোহরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালিত

‘সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ” এ প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে সোমবার উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রর্খপ বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালনে ছিল র‌্যালী,ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা। সকাল ১১টায় একটি র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ভূমিকম্প থেকে নিরাপদে থাকা ও আহতদের উদ্ধারের মহড়া প্রদর্শন করে। শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মতিউর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর খৈয়াম,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম শহিদ,আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে