কিশোরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের সঙ্গে কিশোরগঞ্জ জেলাকে যুক্ত না করে ঢাকা বিভাগেই বহাল রাখার দাবিতে আন্দোলনে নেমেছে কিশোরগঞ্জবাসী। আজ ২য় দিনেরমত এ দাবিতে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্রজনতা।
কর্মসূচি থেকে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে স্থানান্তর করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবনাকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে প্রতিবাদ জানানো হয়। কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে স্থানান্তর করার সংস্কার কমিশনের সুপারশি থেকে অবিলম্বে সরে আসার দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচি থেকে ‘ময়মনসিংহ না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ঢাকায় থেকে যাবো, প্রয়োজনে জীবন দেবো’, ‘প্রহসনের সিদ্ধান্ত, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় গুরুদয়াল সরকারি কলেজ এলাকা।
অবস্থান কর্মসূচিতে বক্তৃতা দেন বিভিন্ন শিক্ষার্থী প্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন, কিশোরগঞ্জে জনমতের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, অন্যথায় জেলাব্যাপী কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিশোরগঞ্জবাসীর আবেগ ও অনুভূতিকে আঘাত করে এমন সিদ্ধান্ত থেকে সরে না আসলে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগে নয় ঢাকা বিভাগেই রাখার দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে স্বারক লিপি প্রদান করা হয়েছে ।