দেশব্যাপী এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ও চলমান আন্দোলনে শিক্ষকদের উপর হামলার ঘটনায় নাটোরের লালপুরে প্রতিবাদ সভা ও আন্দোলন বেগমান করতে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের অংশগ্রহণে মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ইসমত হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায়ে সভায় বক্তব্য রাখেন, মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের উপাধাক্ষ্য মিজানুর রহমান, লালপুর কলেজের অধ্যক্ষ ফিরোজ হোসেন,
দুড়দুড়ীয়া কলেজের অধক্ষ আব্দুল জাব্বার, গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, অধ্যাপক তাজিমুল ইসলাম, জাকিরুল ইসলাম, শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক বজলুর রহমান, মোস্তাফিজুর রহমান দুদু, শওকত আলী, জাবের আলী, আনোয়ারুল ইসলাম প্রমূখ। এছাড়াও সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ ড. মোঃ ইসমত হোসেনকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আন্দোলন বেগবান করতে সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়। আন্দোলন বেগবান ও সফল করতে ১৪ অক্টোবর সকালে লালপুর উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক - কর্মচারীগণ ঢাকায় রওনা হবেন।