বাঘায় পৃথকভাবে সাপের ছোবলে ২ জনের মৃত্যু

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:২৮ পিএম
বাঘায় পৃথকভাবে সাপের ছোবলে ২ জনের মৃত্যু

রাজশাহীর বাঘায় সাপের ছোবলে হাপি হোসেন (৪৫) ও শিমা বেগম (৫৫) নামের দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে ও সন্ধ্যায় পৃথকভাবে এই ঘটনা ঘটেছে।

মৃত ব্যক্তির মধ্যে একজন টলি চালক ও আরেকজন গৃহীনি। হাপি হোসেন উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব গ্রামের মহসীন আলীর ছেলে এবং শিমা বেগম আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের মুছা হোসেনের স্ত্রী।

জানা গেছে, শিমা বেগম শনিবার সন্ধ্যায় শয়ন ঘর সংলগ্ন খড়ি রাখার ঘরে রাখা পাতিল আনতে গেলে বিষাক্ত সাড়ে ছোবল দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন তার দেবর আক্তার রহমান।

অপর দিকে হাপি হোসেন শনিবার দুপুরে বাড়ির পাশে নির্মান করা ঘরে পানি দিচ্ছেলেন। এ সময় তাকে সাড়ে কামড় দেয়। বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে ছিল। বিকেলে তার মাথার যন্ত্রনা ও বমি শুরু হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। 

আপনার জেলার সংবাদ পড়তে