বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলাদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ উঠান বৈঠক মেহেরপুর কালি মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বিস্তারিত আলোচনা করেন এবং জনগণকে এ দফাগুলোর বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, “রাষ্ট্রকাঠামো সংস্কার ছাড়া দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। বিএনপি জনগণের দল, জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চায়-সেই লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি।”
এসময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক সদস্য সচিব একরামুল হক সাবু শিকদার, সাধারণ সম্পাদক শিমুল চৌদুরী, ওয়্যার্ড বিএনপির সভাপতি মো: হাবিব ফরাজী, সাধারণ সম্পাদক বড়কাজী, সাংগঠনিক নয়ন কাজী, বিএনপি নেতা সুক মাষ্টার, বিএনপি নেতা মো হাসান শিকদার, মৎস্যজীবী দলের আহবায়ক মো: হুসাইন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, নারী সমাজ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রাষ্ট্রকাঠামো মেরামতের এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। স্থানীয় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বৈঠকে অংশ নেন এবং ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ সমর্থন জানান।