স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্দ আবদুল কাদের শেখ বলেছেন শিক্ষার্থীরা যেন মাদকের প্রতি আসক্ত না হয়। মাদকাসক্তি শিক্ষার্থী তার জীবন এবং তার টোটাল পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শিক্ষার্থীরা যাতে মাদকাসক্তি না হয় সেজন্য তাদের প্রতি পিতা-মাতা এবং অভিভাবকদের নজর দেওয়া এবং সতর্ক থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি তোমরা উচ্চপর্যায়ে যেতে চাও তবে মাদকে আসক্তি থাকার কারণে কখনো সে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারবে না। তিনি আরও বলেন, সামাজিক ও ধর্মীয় অনুশাসন মেনে চললে সে শিক্ষার্থী কখনো খারাপ পথে যেতে পারে না। সোমবার ভোলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদারের সভাপতিত্বে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী মোটিভেশনাল আলোচনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশিদ। স্বরাষ্ট্র যুগ্ম সচিব আরও বলেন, অপসংস্কৃতি যেমন, পাশ্চাত্য সংস্কৃতি ধারণ না করে নিজস্ব সংস্কৃতি ধারণ করলে আমরা ভালো পথে চলতে পারব। অপসংস্কৃতি থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে মাদকাসক্তি থেকে বিরত থাকতে কার্যকর উপায় এবং প্রজেক্টের মাধ্যমে মাদকের ভয়াবহ বিরূপ প্রভাব ও জীবন ধ্বংস করার ক্ষতিকর বিষয় প্রদর্শন করা হয়।