এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতার দাবিতে পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষক-কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন। একই সঙ্গে রোববার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
শিক্ষকরা জানান, তারা নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকছেন, তবে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না এবং পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। বিদ্যালয়ের আঙ্গিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
ইন্দুরকানী উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি কলেজ এবং ১৭টি মাদরাসায় এই কর্মবিরতি চলমান রয়েছে। শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঢাকায় অবস্থানরত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে অসংখ্য পোস্ট দিচ্ছেন।
শিক্ষকরা বলেন, “আমাদের এই আন্দোলন ন্যায্য দাবির জন্য। সরকার যদি দ্রুত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি না করে, তবে কর্মসূচি আরও কঠোর করা হবে।”
কর্মবিরতির কারণে উপজেলার শিক্ষা কার্যক্রম ব্যাহত হলেও শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।