ঢাকায় আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়াসহ তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন ও সমাবেশে অংশগ্রহণকারী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফেকামারা কামিল মাদ্রাসার প্রভাষক মো. কাজল মিয়াসহ পুলিশের বর্বরোচিত হামলায় অনেক শিক্ষক আহত হন।
মঙ্গলবার দুপুরে এর প্রতিবাদে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব, আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভুইয়া সবুজ, কটিয়াদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, লোহাজুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ মো. আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সহ-সভাপতি সৈয়দ আলিউজ্জামান মহসিন ও এনসিপির জেলা সহ সভাপতি কাওছার আহমেদ প্রমুখ। আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও সমাবেশে কটিয়াদী উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ অংশ নেন। বক্তাগণ তিন দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।