আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আফজাল হোসেন কাশেমী গণসংযোগ করেছেন। সোমবার দিনভর সুজানগর পৌর বাজারসহ আশপাশের এলাকায় তিনি ওই গণসংযোগ করেন। গণসংযোগকালে মাওলানা আফজাল হোসেন কাশেমী পৌর বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের সাথে কুশলাদি বিনিয়ম করার পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন। গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা (পূর্ব) শাখার সভাপতি মাওলানা সুলাইমান জাহাঙ্গীর, সুজানগর উপজেলা শাখার সভাপতি মোঃ ইউনুস আলী হেলাল, সাধারণ সম্পাদক মাওলানা বরকত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক ও সুজানগর পৌর শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম রাসেল।