লেখাপড়া ও খেলাধুলার মধ্যে কোন বিরোধ নেই: দিনাজপুরের জেলা প্রশাসক

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:৩৩ পিএম
লেখাপড়া ও খেলাধুলার মধ্যে কোন বিরোধ নেই: দিনাজপুরের জেলা প্রশাসক

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, যে পড়াশোনার মাঝে আনন্দ নেই সেই পড়াশোনার কোন স্বার্থকতা নেই। প্রতিটি শিক্ষকবৃন্দের কাছে আমার অনুরোধ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করুন। মনে রাখবেন যারা খেলাধুলা করে তাদের রাগ কম। তারা অন্যকে সম্মান করে এবং কোন অসামাজিক কাজে জড়িত থাকে না। লেখাপড়া ও খেলাধুলার মধ্যে কোন বিরোধ নেই। 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনাজপুর জেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় এবং জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের উদ্যোগে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম উপরোক্ত কথা বলেন। 

জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন। 

সমাপনী দিনে ফাইনাল ফুটবল খেলায় চ্যাম্পিয়ান হয় বিরল উপজেলা ও বীরগঞ্জ উপজেলা। ৪দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী), কাবাডি (ছাত্র-ছাত্রী), সাঁতার, দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. সাকেরিনা বেগম, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ সকল উপজেলার উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ। 

সঞ্চালকের দায়িত্ব পালন করেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মো. ওবায়দুর রহমান। খেলার ধারা ভাস্য বর্ণনা করেন সহকারী শিক্ষক মো. রিয়াজুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে