চাঁপাইনবাবগঞ্জের নাচোল পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিকুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টুর সভাপতিত্বে ১৪ অক্টোবর (মঙ্গলবার) বেলা সাড়ে ১০ টার দিকে বিদ্যালয় চত্বরে আড়ম্বরপুর্ণ আনুষ্ঠানিকতায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নাচোল সরকারি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল পল্লিবিদ্যুৎ এলাকার সাবেক পরিচালক ও হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাইদুর রহমান, বিদ্যালয় পরিচালনা এ্যাডহক কমিটির সভাপতি দুরুল হোদা। “অনুষ্ঠানের শুরুতে মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন- হউক সুন্দরতম বিদায়ের ক্ষণ”বাণিকে সামনে রেখে অনুষ্ঠানের সভাপতি মোজাম্মেল হক তাঁর স্বাগত বক্তব্যে বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের সাফল্য তুলে ধরেণ।
প্রধান অতিথি ইউএনও কামাল হোসেন বিদায়ী শিক্ষক আনিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, আপনার অবসরজীবন সুন্দর ও অনাবিল আনন্দে কাটুক, আমাদের এই প্রত্যাশা নিরন্তর। তিনি আরও বলেন আমার কর্মকালের স্বল্প সময়ে আমার দৃষ্টিতে মনে হয়েছে তিনি একজন আদর্শবান প্রিয় শিক্ষক। তিনি যে কোন দ্বায়িত্ব নিষ্ঠার সাথে সময়ের মধ্যে পালন করার চেষ্টা করেন। তাঁর চাকুরী জীবনের শেষ দিকে স্বল্প সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে বিদ্যালয়টির উন্নয়নের চাকা গড়াতে সক্ষম হয়েছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতা দেয়ার প্রাতশ্রুতিও দেন। এ ছাড়া নতুন দ্বায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিককে সঠিক ভাবে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।
উপস্থিত বক্তারা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরসহ সকল শ্রেণী-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। শেষে সুধী, সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।