ব্যাটে-বলে বিধ্বস্ত হয়ে রেকর্ড ব্যবধানে হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০১:৪৮ এএম
ব্যাটে-বলে বিধ্বস্ত হয়ে রেকর্ড ব্যবধানে হেরে হোয়াইটওয়াশড বাংলাদেশ

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে ২০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে মেহেদী হাসান মিরাজের দল শেষ করল এক বিব্রতকর সফর। আফগানদের দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।

ওয়ানডে ক্রিকেটে এটি দেশের বাইরে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের রেকর্ড স্পর্শ করেছে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ইস্ট লন্ডনে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবারের পারফরম্যান্সে সেই পুরনো ব্যর্থতার স্মৃতিই যেন নতুন করে ফিরে এলো।

আফগানিস্তানের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করে ফেরেন, আরেক ওপেনার সাইফ হাসান কিছুটা লড়াই করলেও তার ইনিংসও থামে ৪৩ রানে। দলীয় ৭০ রানের মধ্যে সাইফের আউটের পর একে একে ধসে পড়ে বাকি ব্যাটিং লাইনআপ।

নাজমুল হোসেন শান্ত ৩, তাওহীদ হৃদয় ৭, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬, শামীম পাটোয়ারী শূন্য, আর নুরুল হাসান সোহান মাত্র ২ রান করেন। শেষ দিকে কেউই প্রতিরোধ গড়তে না পারায় ২৭ ওভারের মধ্যেই ইনিংস গুটিয়ে যায়।

আফগানিস্তানের তরুণ পেসার বিলাল সামি ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। রশিদ খানও নিজের গুগলিতে বিভ্রান্ত করে নেন ৩ উইকেট। বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত মিলে পুরো দলের রান দাঁড়ায় মাত্র ৯৩।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান গড়ে ২৯৩ রানের বড় সংগ্রহ। ইনিংসের মেরুদণ্ড গড়ে দেন ওপেনার ইব্রাহিম জাদরান, যিনি ব্যক্তিগত ৯৫ রানে আউট হন। সঙ্গ দেন রহমানউল্লাহ গুরবাজ (৪২) ও সেদিকউল্লাহ আটাল (২৯)। ইনিংসের শেষ দিকে ৩৭ বলে ঝোড়ো ৬২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নাবি, যা দলকে পৌঁছে দেয় তিনশ রানের দ্বারপ্রান্তে।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সাইফ হাসান, তিনি নিয়েছেন ৩ উইকেট। এছাড়া হাসান মাহমুদ ও তানভির ইসলাম ২টি করে উইকেট দখল করেন। তবে বোলারদের সেই প্রচেষ্টা ঢাকা পড়ে যায় দলের নাজুক ব্যাটিংয়ে।

এই পরাজয়ে পাঁচটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান। বিপরীতে বাংলাদেশের জন্য এটি কেবল সিরিজ হার নয়, বরং সাম্প্রতিক পারফরম্যান্সে এক গভীর সংকেত। এখন মিরাজদের সামনে চ্যালেঞ্জ, কিভাবে এই ব্যর্থতার ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিরতে পারে।