চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা সকাল থেকেই ভোট দিতে কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে ১১ হাজার ৩২৯ জন ছাত্রী। ভিপি, জিএসসহ কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। একইসঙ্গে ১৫টি হল ও একটি হোস্টেল সংসদের বিভিন্ন পদে লড়ছেন ৪৯৩ জন প্রার্থী।
সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকাল থেকেই ক্যাম্পাসে মোতায়েন রয়েছে প্রায় ১ হাজার ৭০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ৫টি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ৬০টি কক্ষে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে আইটি ভবন, নতুন কলা ভবন, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও বাণিজ্য (বিবিএ) অনুষদ ভবনে ভোট চলছে। দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য চাকসু ভবনের দ্বিতীয় তলায় রয়েছে আলাদা ভোটকেন্দ্র।
নির্বাচন কমিশন জানিয়েছে, ওএমআর ব্যালট শিটে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। চাকসুর ব্যালট চার পৃষ্ঠার, আর হল ও হোস্টেল সংসদের ব্যালট এক পৃষ্ঠার।
কোন কেন্দ্রে কারা ভোট দিচ্ছেন তা আগেই নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আইটি ভবনে সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। নতুন কলা ভবনে শাহজালাল, এফ রহমান ও আলাওল হলের ভোটাররা। বিজ্ঞান অনুষদ ভবনে শাহ আমানত ও মাস্টার দা সূর্য সেন হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সমাজবিজ্ঞান অনুষদে ভোট দিচ্ছেন নওয়াব ফয়জুন্নেসা, শামসুন নাহার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থীরা। বাণিজ্য অনুষদ ভবনে ভোট দিচ্ছেন প্রীতিলতা, বিজয় ২৪, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের শিক্ষার্থীরা।
চাকসুর ইতিহাসে এবার সপ্তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯৭০ সালের প্রথম নির্বাচনে ভিপি হন ছাত্রলীগের মোহাম্মদ ইব্রাহিম ও জিএস হন আবদুর রব। ১৯৭২ সালের দ্বিতীয় নির্বাচনে ছাত্র ইউনিয়নের শামসুজ্জামান হীরা ভিপি এবং জাসদ ছাত্রলীগের মাহমুদুর রহমান মান্না জিএস নির্বাচিত হন। ১৯৭৪ সালের তৃতীয় নির্বাচনে জাসদ ছাত্রলীগের এস এম ফজলুল হক ও গোলাম জিলানী চৌধুরী জয়ী হন।
১৯৭৯ সালের চতুর্থ নির্বাচনে ভিপি হন জাসদ ছাত্রলীগের মাজহারুল হক শাহ চৌধুরী এবং জিএস হন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের জমির চৌধুরী। পঞ্চম নির্বাচনে (১৯৮১) ইসলামী ছাত্রশিবিরের জসিম উদ্দিন সরকার ও আবদুল গাফফার যথাক্রমে ভিপি ও জিএস নির্বাচিত হন। সর্বশেষ ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ চাকসু নির্বাচনে জাতীয় ছাত্রলীগের নাজিম উদ্দিন ভিপি এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আজিম উদ্দিন আহমদ জিএস নির্বাচিত হয়েছিলেন।
৩৫ বছর পর পুনরায় আয়োজিত এই নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, এটি শুধু একটি ভোট নয়, বরং ছাত্র সমাজের গণতান্ত্রিক চর্চায় ফেরার এক নতুন সূচনা।