চলছে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি, শাহবাগে অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০১:৫৫ পিএম
চলছে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি, শাহবাগে অবরোধের ঘোষণা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তারা শাহবাগে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার প্রতিবাদে শিক্ষকরা সোমবার থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন। রোববার সকালে প্রেসক্লাবের সামনেই লাগাতার অবস্থান শুরু হয়। পরে পুলিশের অনুরোধে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে যান। তবে একাংশ প্রেসক্লাবের সামনেই থেকে যায়, যেখানে পুলিশ তাদের সরিয়ে দেয়।

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, সরকার দ্রুত দাবি না মানলে পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা আমরণ অনশনে যাবেন। মঙ্গলবার সচিবালয়ের দিকে পদযাত্রার সময় হাইকোর্ট মোড়ের কাছে ব্যারিকেডে আটকে দেওয়া হলে শিক্ষক নেতারা আল্টিমেটাম দেন, বুধবার সকাল ১১টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে তারা শাহবাগে অবস্থান নেবেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বুধবার দুপুরে শহীদ মিনারে বলেন, “বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না। আর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের প্রতি সহিংসতা দমন না হলে আন্দোলন আরও জোরদার হবে। সরকার যদি প্রজ্ঞাপন দিত, তাহলে শিক্ষকদের এমন কষ্ট পেতে হতো না। এখন যখন আমাদের সহকর্মীদের প্রেস ক্লাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, তখন আর কোনো প্রস্তাব শিক্ষক সমাজ মেনে নেবে না।”

দেলাওয়ার আজিজী সরকারের উদ্দেশে বলেন, “গোয়েন্দা সংস্থা ও পুলিশকে বলছি— ২০ শতাংশ চাই, এক শতাংশও কম হবে না। ৭৫ মানে ৭৫ শতাংশ, ৭৪ও হবে না। যত দ্রুত প্রজ্ঞাপন দেবেন, ততই আপনাদের মঙ্গল। আমরা শ্রেণিকক্ষে ফিরে যেতে চাই, কিন্তু দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এদিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক ফোরামের সভাপতি মো. হাবিবুল্লাহ রাজু বলেন, “আমরা আর একটু সময় দিচ্ছি। শাহবাগ ব্লকেডের ব্যাপারে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি জানান, সরকার দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। কিন্তু শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে ২০ শতাংশের দাবি জানান। পরে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাতা দুই থেকে তিন হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। তবে এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে