২৮ ডিসেম্বর ( শনিবার) দিবাগত রাতে জামালপুর সদরের মহেশপুর কালিবাড়ী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজ আহমেদ (৩১) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। রাজু আহমেদ সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ৪১ তম বিসিএস ক্যাডার ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। নিহতের বাড়ী নান্দিনা পুরাতনপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা লিয়াকত আলীর ছেলে ছিলেন। মহেশপুর কালিবাড়ী বাজার এলাকার প্রত্যক্ষদশিরা জানান তার মটরসাইকেলটি একটি গাছের সাথে প্রচন্ড ধাক্কায় খেলে তিনি গুরুতরভাবে আহত হন। এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এদিকে কলেজ শিক্ষক রাজুর আহমেদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।