তালতলীতে এমপিও শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৫, ০২:২৬ পিএম
তালতলীতে এমপিও শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ী ভাড়া ২০% সহ ৩দফা দাবীতে চলমান কেন্দ্রীয় ঘোষিত  আন্দোলনের ৪র্থ দিনে বরগুনার তালতলীতে মানববন্ধন ও শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের সদর রোডে উপজেলার সকল এমপিও ভূক্ত স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন। 

উপজেলা সোবাহান পাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আঃ কাবির এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আলীরবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, আঃ গফুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল হোসাইন, তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মল্লিকা রত্না, তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষিকা নাসরিন আকতার, জেলা কৃষকদল নেতা সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ খান, ছাত্র সমন্বয়ক মোঃ বশির উদ্দিন, জামায়াত নেতা মাওঃ আঃ মান্নান, উপজেলা ইসলামী আন্দালন সভাপতি মাওঃ আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিয়া রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে