বিশ্ব হাত ধোয়া দিবস বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য এ দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব ব্যাপী দিবসটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়।বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বরিশালে আগৈলঝাড়া উপজেলা জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৫ অক্টোবর) সকালে আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
বক্তারা আরে বলেন, ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া শুধু করোনাভাইরাসের বিস্তার রোধই নয়। জ্বর, ডায়রিয়ার মতো রোগের প্রাদুর্ভাব রোধেও কার্যকর ভূমিকা রাখতে পারে। অবচেতনভাবে আমরা হাত দিয়ে ক্রমাগত চোখ, নাক ও মুখ স্পর্শ করে থাকি। হাত অপরিষ্কার থাকলে এমন স্পর্শের মাধ্যমে দেহের ভেতর জীবাণু প্রবেশ করতে পারে। তাই সাবান,পানিতে হাত ধুয়ে নিলে সংক্রমণের নানা ধরনের রোগব্যাধি কমিয়ে আনা সম্ভব।
বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বরিশালে আগৈলঝাড়া উপজেলা জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৫ অক্টোবর) সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ( অ: দা:) সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদ সরদার এর নেতৃত্বে সকালে ১১টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালী বেরহয় বিভিন্ন সরড়ক প্রদক্ষিণ করায়েছে। এরপরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদ সরদার হাত ধুয়ে হাত ধোয়া অনুষ্ঠানের শুরুকরেন।
উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদ সরদার এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস.এম আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মাল্লিক, উপজেলা শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, উপজেলা জনস্বস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী মো. শামিম, মেকানিক মো. আল আমিন, মো. নূর আলম, মো. সোহাগ প্রমূখ।